বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)
প্রকল্পের নামঃ “বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (১ম সংশোধিত)”
প্রকল্প মেয়াদ |
মূল: জানুয়ারি ২০২১ খ্রি. হতে জুন ২০২৪ খ্রি.। ১ম সংশোধিত: জানুয়ারি ২০২১ খ্রি. হতে জুন ২০২৫ খ্রি.। |
অর্থায়নের উৎস ও ধরণ |
জিওবি (৬৭% ঋণ ও ৩৩% ইক্যুইটি) এবং সংস্থার নিজস্ব অর্থ |
প্রাক্কলিত ব্যয় (কোটি টাকায়) |
মূল: ৬৯৩.১৭ (৬৫৩.৮৯), জিওবি (বৈঃ মুঃ) : ৩৯২.৩৪ (৩৯২.৩৪) ও সংস্থার নিজস্ব অর্থ (বৈঃ মুঃ): ৩০০.৮৩ (২৬১.৫৬) ১ম সংশোধিত: ১০৫৫.২৪ (১০১৩.৯৮), জিওবি (বৈঃ মুঃ): ৪৭৬.২২ (৪৭৬.২২) ও সংস্থার নিজস্ব অর্থ (বৈঃ মুঃ) : ৫৭৯.০২ (৫৩৭.৭৬) |
প্রকল্প এলাকা |
তৃতীয় সাবমেরিন ক্যাবল (SMW6) কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে এবং কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের স্বণামধন্য ডাটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে। |
প্রকল্পের উদ্দেশ্য |
বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য ও কার্যকরী আন্তর্জাতিক টেলিযোগাযোগ অবকাঠামো হিসেবে তৃতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম স্থাপন। প্রকল্পটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধিসহ দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ ক্যাপাসিটি বৃদ্ধি পাবে যা পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে । |
প্রকল্পের লক্ষ্যমাত্রা |
ক) দেশে ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যান্ডউইথ চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮ বিবেচনায় রেখে দেশে তৃতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম স্থাপন। খ) দেশের প্রথম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW-4) এর বিকল্প হিসেবে অপর একটি সাবমেরিন ক্যাবল স্থাপন। গ) দেশের সাবমেরিন ক্যাবল ক্যাপাসিটি কমপক্ষে ১৩২০০ জিবিপিএস বৃদ্ধির মাধ্যমে দেশে ক্রমবর্ধমান ব্যান্ডউইডথের চাহিদা পূরণ। ঘ) দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 এর মেরামত বা অন্য কোন কারণে সংযোগ বিচ্ছিন্নকালীন সময়ের জন্য বিকল্প সংযোগ স্থাপনে সক্ষমতা অর্জন। |
প্রভাব |
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তি সম্পর্কিত সেবাসমূহ যেমন কলসেন্টার, ডাটাএন্ট্রি, সফটওয়্যার রপ্তানি ইত্যাদি বিকাশের জন্য এবং ভবিষ্যতে 5G ও IoT সেবা চালুর ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহ করা সম্ভব হবে। |
প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমের অগ্রগতি |
প্রকল্পের মূল কাজ অর্থাৎ সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ SEA-ME-WE 6 (SMW6) নামক কনসোর্টিয়ামের আওতায় সম্পাদিত হচ্ছে। SMW6 কনসোর্টিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান SubCom কে SMW6 ক্যাবল সরবরাহ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন কাজের ঠিকাদার হিসাবে নির্বাচিত করেছে। ক্যাবল স্থাপনের নিমিত্ত DTS, Permitting, Marine Survey এবং Burial Feasibility Study (BFS) এর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তাছাড়া SubCom কর্তৃক প্রায় ৯৮% Sea ক্যাবল এবং প্রায় ৮০% এর অধিক Repeater তৈরির কাজ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী শীঘ্রই বাংলাদেশ অংশে ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হবে। |