বিএসসিপিএলসি দেশের সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইডথ-এর মূল সেবা প্রদানকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান । বিএসসিপিএলসি এর সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজার এবং কুয়াকাটায় অবস্থিত। গ্রাহকগণ আইপিএলসি (আন্তর্জাতিক বেসরকারী লিজ সার্কিট) সেবার জন্য ব্যাকহোল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কো-লোকেশন কেন্দ্র (বর্তমানে চট্টগ্রাম, মহাখালী, ঢাকা ও মগবাজার, ঢাকা) থেকে তাদের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সংযুক্ত হতে পারেন । উপরন্তু, ব্যাকহোল সংযোগের জন্য একাধিক বিকল্প প্রদানের লক্ষ্যে, কক্সবাজার/কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে কো-লোকেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিএসসিপিএলসি-এর সম্মানিত গ্রাহকগণ তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাকহোল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারেন, সে সকল ব্যাকহোল প্রতিষ্ঠান যারা সরাসরি বিএসসিসিএল এর কো-লোকেশন কেন্দ্রে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সংযুক্ত হতে পারে ।
বর্তমানে বিএসসিপিএলসি আইপিএলসি সেবা নিম্নলিখিত গ্রাহকদের দিয়ে যাচ্ছেঃ
# ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বেসরকারি লিজ সার্কিট (আইপিএলসি) এর মাধ্যমে বিভিন্ন রুট এবং বিভিন্ন পর্যায়ের সেবা যেমন STM-1, STM-4, STM-16, STM-64, 1G/10G/100G সেবা প্রদান করে থাকে ।
# ইন্টারন্যাশনাল ভয়েস গেটওয়ে (আইজিডব্লিউ) কোম্পানিগুলোকে বিভিন্ন রুট এবং বিভিন্ন পর্যায়ের সেবা যেমন STM-1, STM-4, STM-16 প্রদান করে থাকে ।
# বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -এর অনুমোদন সাপেক্ষে যে কোনো কর্পোরেট গ্রাহককে ডেডিকেটেড আইপিএলসি সেবা প্রদান করে থাকে ।
# এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে অব্যবহৃত ব্যান্ডউইড্থ বৈদেশিক গ্রাহকদের নিকট রপ্তানান করে থাকে ।
বাংলাদেশ সরকারের ব্রডব্যান্ড সম্প্রসারণর নীতি সমুন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার গতিকে সহজতর করার লক্ষ্যে বিএসসিপিএলসি ১লা জুলাই ২০১৩ তারিখ থেকে আইপি ট্রানজিট সংযোগ সেবা প্রদানের যাত্রা শুরু করে । বিএসসিপিএলসি আইএলডিসি অপারেটর হিসাবে আইআইজি অপারেটরদের এবং আইআইজি অপারেটর হিসাবে আইএসপি গ্রাহকদের গুণগত মান সম্পন্ন আইপি ব্যান্ডউইথ সরবরাহ করে আসছে। এই গুনগতমান সম্পন্ন আইপি ব্যান্ডউইথ প্রদানের লক্ষ্যে বিএসসিপিএলসি সিঙ্গাপুরের ইকুনিক্স-এ রাউটার স্থাপন করেছে এবং গ্রাহকের চাহিদার দিকে লক্ষ্য রেখে মূলতঃ বিশ্বব্যাপী টায়ার-১ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আঞ্চলিক টায়ার-১ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত আছে। বিএসসিপিএলসি এর অটোনোমাস সিস্টেম এএস-১৩২৬০২ এর সাথে বিশ্বের প্রায় ২০০ টি (অটোনোমাস সিস্টেম) নেটওয়ার্ক এবং ১০০ জিবিপিএস ইন্টার কানেক্টটিভিটির সংযোগ রয়েছে। বিএসসিপিএলসি তার আইপি ট্রানজিট গ্রাহকদের জন্য সর্বোত্তম মূল্য প্রস্তাব করছে । আমরা আমাদের পণ্য বিক্রয়ের প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি সেবা দ্রুততার সাথে পৌঁছে দেয়ার বিষয়টিতে নিশ্চয়তা প্রদান করছি।
আমাদের সুদক্ষ নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে প্রদত্ত ২৪/৭ কারিগরি সেবা গ্রাহকের নেটওয়ার্ক অপারেশনকে সহজ করে তুলবে এবং গ্রাহকেরও সন্তুষ্টি নিশ্চিত করণে ব্যান্ডউইডথ লিজ দেয়া হচ্ছে।
পণ্যের বৈশিষ্ট্য :
বিএসসিপিএলসি আইপিএলসি এবং আইপি ট্রানজিট সেবা প্রদানের পাশাপাশি কলোকেশন সেবা প্রদান শুরু করে যেখানে র্যাক স্পেস ভাড়া প্রদান করা হয়। বিএসসিপিএলসি এর ঢাকা, কক্সবাজার এবং কুয়াকাটায় মোট তিনটি ডাটা সেন্টার রয়েছে। বিএসসিপিএলসি মূলত গ্রাহকদের র্যাক স্পেসের সঙ্গে কুলিং এবং বিদ্যুৎ( এসি অথবা ডিসি) প্রদান করে থাকে। একই সঙ্গে গ্রাহককে সার্ভার, স্টোরেজ এবং অন্যান্য যন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটা সেন্টারে প্রবেশে বাধা রয়েছে। ডাটা সংযোগের জন্য বিএসসিপিএলসি এর ডাটা সেন্টার এ সরকারি এবং বেসরকারি সকল এনটিটিএন প্রভাইডার এর উপস্থিতি রয়েছে।
বর্তমানে বিএসসিপিএলসি নিম্নের বর্ণিত স্থান হতে কোলোকেশন সার্ভিস পরিষেবা প্রদান করছে :
১। ঢাকা, আইআইজি ডেটা সেন্টার, ১৯১, রহমান রেগনাম সেন্টার, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮।
২। কক্সবাজার, এসএমডব্লিউ-৪ ল্যান্ডিং স্টেশন, ঝিলঙ্গা, কক্সবাজার।
৩। কুয়াকাটা, এসএমডব্লিউ-৫ ক্যাবল ল্যান্ডিং স্টেশন, কুয়াকাটা, পটুয়াখালী।
কোলোকেশন ডাটা সেন্টারের বৈশিষ্ট্যঃ
এনআইএক্স (ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ)
ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (এনআইএক্স) হল একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যা একটি দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক প্রোভাইডারদের মধ্যে ইন্টারনেট ট্রাফিক বিনিময়ের জন্য ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য হল ইন্টারনেট ট্রাফিককে স্থানীয় পর্যায়ে ধরে রাখা, লেটেন্সি কমানো এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারের প্রয়োজনীয়তা হ্রাস করে নেটওয়ার্কের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করা।
বিএসসিপিএলসি এবং এনআইএক্স সেবা
বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশে এনআইএক্স সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেট অবকাঠামোয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসসিপিএলসি আইএসপি এবং অন্যান্য নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে ট্রাফিক বিনিময়কে আরও সহজ এবং কার্যকর করে তোলে। স্থানীয় ট্রাফিককে সঠিকভাবে রাউট করার মাধ্যমে বিএসসিপিএলসি দ্রুত ইন্টারনেট সংযোগ, সাশ্রয়ী নেটওয়ার্ক অপারেশন এবং দেশের উন্নত ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: