২০২৪-১২-১৭, ১১ঃ০০ এম
Dhaka
8802226603315
বিএসসিপিএলসি এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অন্তর্ভূক্ত তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ অনুসারে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের “তথ্য অধিকার আইন, ২০১৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা ও স্বত-প্রণোদিত তথ্যপ্রকাশ নির্দেশিকা সংক্রান্ত” শীর্ষক বিষয়ে আগামী ১৭/১২/২০২৪ খ্রি. তারিখ বেলা ১১:০০ ঘটিকা হতে কোম্পানির প্রধান কার্যালয়ের সভাকক্ষে ৩টি সেশনে একটি ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে জনাব মীর মোহাম্মদ মোরশেদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা), বিটিসিএল উপস্থিত থাকবেন মর্মে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে কোম্পানির প্রধান কার্যালয়, কক্সবাজার ও কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারী কে সশরীরে অথবা অনলাইনে Zoom App এর মাধ্যমে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Meeting ID: 9016147267
Password: 123123