Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২৩

আইপি ট্রানজিট

বাংলাদেশ সরকারের ব্রডব্যান্ড সম্প্রসারণর নীতি সমুন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার গতিকে সহজতর করার লক্ষ্যে বিএসসিপিএলসি ১লা জুলাই ২০১৩ তারিখ থেকে আইপি ট্রানজিট সংযোগ সেবা প্রদানের যাত্রা শুরু করে । বিএসসিপিএলসি আইএলডিসি অপারেটর হিসাবে আইআইজি অপারেটরদের এবং আইআইজি অপারেটর হিসাবে আইএসপি গ্রাহকদের গুণগত মান সম্পন্ন আইপি ব্যান্ডউইথ সরবরাহ করে আসছে। এই গুনগতমান সম্পন্ন আইপি ব্যান্ডউইথ প্রদানের লক্ষ্যে বিএসসিপিএলসি সিঙ্গাপুরের ইকুনিক্স-এ রাউটার স্থাপন করেছে এবং গ্রাহকের চাহিদার দিকে লক্ষ্য রেখে মূলতঃ বিশ্বব্যাপী টায়ার-১ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আঞ্চলিক টায়ার-১ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত আছে। বিএসসিপিএলসি এর অটোনোমাস সিস্টেম এএস-১৩২৬০২ এর সাথে বিশ্বের প্রায় ২০০ টি (অটোনোমাস সিস্টেম) নেটওয়ার্ক এবং ১০০ জিবিপিএস ইন্টার কানেক্টটিভিটির সংযোগ রয়েছে। বিএসসিপিএলসি তার আইপি ট্রানজিট গ্রাহকদের জন্য সর্বোত্তম মূল্য প্রস্তাব করছে । আমরা আমাদের পণ্য বিক্রয়ের প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি সেবা দ্রুততার সাথে পৌঁছে দেয়ার বিষয়টিতে নিশ্চয়তা প্রদান করছি। 

আমাদের সুদক্ষ নেটওয়ার্ক অপারেশন সেন্টার থেকে প্রদত্ত ২৪/৭ কারিগরি সেবা গ্রাহকের নেটওয়ার্ক অপারেশনকে সহজ করে তুলবে এবং গ্রাহকেরও সন্তুষ্টি নিশ্চিত করণে ব্যান্ডউইডথ লিজ দেয়া হচ্ছে।  

পণ্যের বৈশিষ্ট্য :

  • সম্পূর্ণ রিডানড্যান্সি: বিএসসিপিএলসি এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর ও মার্সেই এর বিভিন্ন আপস্ট্রিম এর সঙ্গে কক্সবাজারস্থ রাউটার এবং এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যবলের মাধ্যমে সিঙ্গাপুর ও মার্সেই এর বিভিন্ন আপস্ট্রিম এর সঙ্গে কুয়াকাটাস্থ রাউটার সংযুক্ত যা ভিন্ন ভিন্ন এনটিটিএন প্রভাইডারের মাধ্যমে ঢাকাস্ত রাউটার এর সঙ্গে সংযুক্ত। অর্থাৎ আপস্ট্রিম ক্যারিয়ার, সাবমেরিন ক্যাবল সিস্টেম এবং ব্যাকহোল সংযোগসহ সম্পূর্ণ রিডানড্যান্সির নিশ্চিত করে বিএসসিপিএলসি আইপি ট্রানজিট সেবা প্রদান করে।
  • সম্পূর্ণ এসএলএ: আমাদের এসএলএ ১০০% বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রাপ্যতা, ৯৯.৯% আপটাইম এবং গ্রাহককে প্রণোদিত হয়ে ১৫ মিনিটের মধ্যে লিংক ডাউনের নোটিফিকেশন গ্রাহককে ই-মেইল মারফত প্রদান করে়।
  • দ্রুত সংযোগ: সংযোগ প্রদান ও এমআরসি (ডিমান্ড নোট) ফি প্রদানের পর ২৪ ঘন্টার মধ্যে চাহিত পরিষেবাটি ইনস্টল করা হয়।
  • কাস্টমার সাপোর্ট: আমাদের কাস্টমার সাপোর্ট বছরে ২৪/৭ চালু থাকে।
  • দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি: কোন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি প্রয়োজন নেই ।

 

আইপি ট্রানজিট সংযোগ গ্রহণের আবেদন পত্র ডাউনলোড
আইপি ট্রানজিট সংযোগ গ্রহণের চুক্তি পত্র ডাউনলোড

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon